এই ব্লগটি সন্ধান করুন

জানেন কি ভালোবাসা দিবস কিভাবে এলো?



গল্পটা 'সেন্ট ভ্যালেন্টাইন'নামে এক রোমের এক যাজকের।তৃতীয় শতকে রাজা দ্বিতীয় ক্লডিয়াস সামরিক কারণে বিয়েকে নিষিদ্ধ করেন।তবে এর পরেও ভ্যালেন্টাইন গোপনে প্রেমিক প্রেমিকাদের বিয়ে দেওয়া চালু রাখেন।এমন অপরাধে তাকে আটক করা হয়।


কারাগারে ভ্যালেন্টাইন ভালোবাসেন কারারক্ষীর অন্ধ মেয়েকে।অবশ্য তাদের ভালোবাসা সফল হয় না।মারা যান ভ্যালেন্টাইন।অনেকে ভাবেন,সেন্ট ভ্যালেন্টাইনের নাম অনুসারেই পোপ প্রথম জুলিয়াস ৪৯৬ খ্রিষ্টাব্দে ১৪ ফেব্রুয়ারি "সেন্ট ভ্যালেন্টাইনস ডে; হিসাবে ঘোষণা করেন।


এই ইতিহাস নিয়ে অবশ্য অনেকের বিতর্ক রয়েছে।তবে ভালোবাসা দিবস নিয়ে কারো কোন দ্বিধা নেই।
সবার তোড়জোড় দেখলেই বুঝা যায়।
কিন্তু এই যে দিবস সেই দিবস আসলেই কি খুব গুরুত্বপূর্ণ দিবস?


ভালোবাসার জন্য কি শুধু এই একটি দিনই রয়েছে?
ভালোবাসার জন্য প্রতিটি দিন প্রতিটা সময়ই গুরুত্বপূর্ণ।
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বলে যে সেই দিনই ভালোবাসতে হবে এরকম তো নয়।
ভালোবাসার জন্য প্রত্যেকটা দিনই আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ