এই ব্লগটি সন্ধান করুন

কোনো প্রতিবাদ করতে চাই না


"কোনো প্রতিবাদ করতে চাই না"
 লিখেছেন শহীদুজ্জামান সরকার ।

আজও তোমায় ভুলতে পারিনি।
কেন জানো?
কারণ, আমি তোমায় রেখেছি আমার হৃদয়ের সূচনায়।
দুই অক্ষরের ‘আমি’ ‘তুমি’ চার অক্ষরের ‘ভালোবাসায়’ আবদ্ধ ছিলাম।
কিন্তু কত দিন থাকতে পারলাম এই চার অক্ষরে বন্দী?
তুমি তো ছিলে আমার জীবনের একেবারে কেন্দ্রবিন্দুতে।
আমার ভালোবাসা ছিল অফুরন্ত।
ছিল অসংজ্ঞায়িত।
অথচ তুমি আমাকে বুঝলে না।

রাখতে পারলে না তোমার ত্রিভুজময় জীবনের এক কোণেও।
পারলে শুধু চার অক্ষরের ‘সমাপনী’তে রাখতে।
চাইলে অন্য কোথাও জায়গা দিতে পারতে আমাকে।
তবুও এর কোনো প্রতিবাদ করতে চাই না।

তুমি আমাকে যেভাবেই দেখো আর যত অক্ষরেই রাখো না কেন, আমি তোমাকে তিন অক্ষরের ‘সূচনা’তেই রাখব। কারণ, আমি তোমায় ভালোবাসি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ