এই ব্লগটি সন্ধান করুন

অমানবিক এই অযথা বেঁচে থাকা



বেঁচে থাকার ন্যুনতম একটা অর্থ তো অবশ্যই চাঈ , চাই । কোনো একটা অর্থ দাঁড় করাতে না পারলে এবং সেই অনুযায়ী কাজ করতে না পারলে - অমানবিক যন্ত্রণা ও কষ্ট সহ্য করে , প্রতিনিয়ত নিজের ভালো লাগাকে ত্যাগ করে , স্বার্থপর ভন্ড নেতাদের কাছে হার মেনে , পরের জন্য নিজেকে নিঃশ্বেষ করে দিয়ে ইত্যাদি ইত্যাদি যন্ত্রণার মাঝে অযথা বেঁচে থেকে নিজেকে পিশে মারবো কেনো !! ?? তার চেয়ে এই কষ্টকর জীবনটার সমাপ্তি ঘোষনা করাই তো ভালো !!

আমি - এই জীবনে কতবার যে আত্মহত্যা করতে গিয়েছিলাম তার সংখ্যা মনে নাই - -

- খান ওয়াহিদুজ্জামান
(04.04.2020)

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. আত্মহত্যা সংক্রামক । আপনাকেও করেছে!

    উত্তরমুছুন
  2. আত্মহত্যা সংক্রামক , আপনিও সংক্রমিত !

    উত্তরমুছুন
  3. আমি অনেক আগেই আত্মহত্যা করতাম , করি নি কারণ অনেক ভালো বই এখনো পরা হয় নি ।

    উত্তরমুছুন

মুক্তচিন্তার সাথে হোক আপনার পথ চলা।