এই ব্লগটি সন্ধান করুন

কাজল , তোমায় ভুলি নাই

বিন্দু থেকে বৃত্তাবধি আলোর কণা জ্বলবে
স্বাধীনতা বজায় রাখতে , কথা ঘাষফুলটাও বলবে !

বিশৃঙ্খলার মেঘে সত্যকে ঢেকে রাখতে -
অন্ধকারের দেয়াল যতো তৈরী করো , হায় !
একনায়কের দেয়াল ফুঁরে প্রান্তিকের বস্তিতেও ,
অপার সূর্যের আলো পৌঁছে যায় ।

তাই - ভুলি নাই , কাজল তোমায় ভুলি নাই -
দস্যুবৃত্তির এই রাষ্ট্রে তোমাকে ছেড়ে যাই নাই ।

কাজল তোমায় ভুলবো না , তোমাকে ছেড়ে যাবো না ;
এই নীরাশায় তোমাকে ছেড়ে বেঁচে থাকতে পারবো না ।

*(কী ! ? কাজলকে চিনতে পারলেন না ! ?
কাজল একটা প্রতিকী নাম ।
একজন রাজনৈতিক সচেতন প্রতিবাদী বাঙালীর প্রতিক ।
সরকারের দুর্নীতি ধরিয়ে দিয়ে প্রতিবাদ করার কারণে -
যেই কাজলকে স্বৈরাচারী সরকার বারবার জেলে ভরে ।)


'কাজল , তোমায় ভুলি নাই'
- খান ওয়াহিদুজ্জামান
(22এপ্রিল - 03মে , 2020)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ