এই ব্লগটি সন্ধান করুন

অনাহূত আমি

জন্মাবার পর যখন জ্ঞান হলো চোখ মেলে তাকিয়ে দেখলাম ভয়াল সমুদ্রের মাঝে মা-বাবা নামক ছোট্ট এক ডিঙ্গির কোলে আদরে শাসনে ভাসছি - - - - আর কিছুটা বড় হয়ে মনে হলো - চতুর্পাশে যারা আছে তাদের একগাদা শত্রুর বলা ছাড়া ভিন্ন কোনো শব্দে ডাকা যায় কি ! ? - - দিনেদিনে বুঝলাম এ পৃথিবী আমার নয় ।

ততদিনে বাবা ও মা চলে গেছেন প্রকৃতির নিয়মে - - আর আমি , মানুষরূপী স্বার্থান্ধ ভন্ডদের ঠোক্কর খেতেখেতে উপলব্ধি করছি - আমি বড় একা !! এতো একা , এতো নিঃসঙ্গ যে মন খারাপ হলে অন্তত একটু কথা বলার জন্য হলেও কাউকে ডেকে পাইনা , হায় , আমার কথা বোঝার মতোনও আশেপাশে কেউ নাই ।

এইসব কারণেই বুঝতে পারি , এই পৃথিবী আমার নয় ।

'অনাহূত আমি'
- খান ওয়াহিদুজ্জামান
(21.02.2020)

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

মুক্তচিন্তার সাথে হোক আপনার পথ চলা।