এই ব্লগটি সন্ধান করুন

ধর্মান্ধ বেকুবের নিস্ফল দূরাশা

শুধু গাছের ভালোটা খাওয়ার লোভে যে লোকেরা তলারটা না খেয়ে হেলাফেলা করে , শেষে গাছেরটা কিন্তু তাদের খাওয়া নাও হইতে পারে !! তেমনি অতিলোভী মুর্খ আহাম্মক ধর্মান্ধ বেকুবেরা কল্পনার স্বর্গবেহেশেতের লোভে দুনিয়াদারি ছাইরা দিয়া - মৃত্যুর আগ পর্যন্ত নিষ্ফল দূরাশায় দুনিয়ার সুখশান্তি হারায় । 

- আর মৃত্যুর পর তারা স্বর্গবেহেশতও পায় না , কারণ স্বর্গবেহেশের তো অস্তিত্বই নাই । যার অস্তিত্বই নাই - সেই জিনিস পাওয়া কেমন সম্ভব !! ?? এই সাধারণ কথাটা ধার্মিকেরা না বুঝলেও - সহজাত জিজ্ঞাসুর নিতান্ত বালক মাত্রেও বোঝে -

নগত যা পাও , হাত পাইতা নাও ; বাকির নাম ফাঁকি ।

'ধর্মান্ধ বেকুবের নিস্ফল দূরাশা'
- খান ওয়াহিদুজ্জামান
(25-29 এপ্রিল 2020)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ