এই ব্লগটি সন্ধান করুন

ধর্ষণ এবং সহিংসতা


ধর্ষন এবং সহিংসতা এদেশের বর্তামন মহামারির নাম। এদেশেরে মানুষ নামক নরমানুষ গুলার বর্তামন কর্মকান্ড। ফেসবুক পত্রিকা কিংবা টিভির সংবাদ যাই দেখেন যখনি দেখেন প্রতিনিয়ত ধর্ষণ ধর্ষণ এবং ধর্ষণ। কিন্তু কেন ৯৫% মুসলিম শাষিত সভ্য সমাজে কেন এতো ধর্ষন। একটু খুজলেই পেয়ে যাবেন। চলুন খুজে দেখি এদেশে ৯৫% মানুষ মুসলিম হাওয়া সত্তেও কেন এতো ধর্ষন।


তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেএ, সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যে প্রকারে ইচ্ছা অবতীর্ন হও। সূরা-২: বাক্কারাহ, আয়াত:২২৩


তোমাদের আপন পুরুষ লোকের মধ্য হইতে দুইজন সাী রাখ, যদি দুইজন পুরুষ না পাওয়া যায়, তাহা হইলে একজন পুরুষ ও দুইজন স্ত্রীলোক –। সূরা-২: বাক্কারাহ, আয়াত:২৮২


তোমাদের মধ্যে যে সকল নারী ব্যাভিচার করিবে, তোমরা তাহাদের বিরুদ্ধে তোমাদের মধ্যেকার চারিজনকে সাক্ষী রাখ, যদি তাহারা সাক্ষ্য দেয়, তবে তোমরা তাহাদিগকে সেই সময় পর্যন্ত গৃহে আবদ্ধ করিয়া রাখিবে যে পর্যন্ত না মৃত্যু তাহাদের সমাপ্তি ঘটায় কিম্বা আল্লাহ তাহাদের জন্য কোন পৃথক পথ বাহির করেন। এবং তোমাদের মধ্যেকার যে কোন দুইজন ব্যাভিচার করিবে, তোমরা সেই দুইজনকে শাস্তি দিও, অত:পর যদি তাহারা তওবা করে এবং সংশোধন করে তবে তাহাদের নিন্দাবাদ হইতে বিরত রাখ, নিশ্চয় আল্লাহ অতিশয় মাশীল দয়ালু। নিশ্চয়ই যারা অজ্ঞতাবশত: দোষের কাজ করিয়া বসে, তৎপর অল্পকাল মধ্যে তওবা করে, তাহাদের তওবা কবুল করা আল্লাহর দায়িত্ব, আল্লাহ তাহাদের প্রতি সু দৃষ্টি করিয়া থাকেন, আল্লাহ মহাজ্ঞানী ও মহাবিজ্ঞানী। সূরা-৪: নিসা, আয়াত:১৫-১৭


হে মুসলমানগন, তোমাদের জন্য জায়েজ নহে যে, তোমরা নারীদিগের জোরপূর্বক মালিক হও এবং তাহাদিগকে আটক করিয়া রাখ,—কিন্তু তাহাদের দ্বারা সুস্পষ্ট কুকার্য প্রকাশ হওয়ার পর, এবং তাহাদের সহিত সদ্ব্যবহার সহকারে বসবাস কর, যদি উহাদিগকে না পছন্দ কর, তবে আশ্চর্য নয় যে, তোমরা যাহাকে না পছন্দ করিতেছ, বস্তুত: তাহারই মধ্যে আল্লাহ বহু কল্যাণ দিয়া রাখিয়াছেন। এবং যদি তোমরা এক স্ত্রী বদলাইয়া তৎস্থলে অন্য স্ত্রী গ্রহনের ইচ্ছা কর, এবং তাহাদের স্তূপিকৃত মালও দিয়া থাক, তবুও উহা হইতে কিছুই লইও না। তোমরা কি স্ত্রীর নামে কোন প্রকারের দুর্নাম রটাইয়া সুস্পষ্ট গোনাহ করিয়া উহা ফেরত লইতে চাও?সূরা-৪: নিসা, আয়াত:১৯-২১


উপরোক্ত আয়াতের লাইনগুলো পড়লে মনে হবে কোরান সত্যিই নারীদেরকে মহা মর্যাদা বা সম্মান (?) প্রদর্শন করেছে। এখানে বলা হচ্ছে- যে সকল নারী ব্যাভিচার করবে তাদের শাস্তি হলো মৃত্যু না হওয়া পর্যন্ত আটকে রাখা, পান্তরে যখন কোন পুরুষ ব্যভিচার করবে তখন কিন্তু তাদের শাস্তি মৃত্যুদন্ড তো দুরের কথা, স্রেফ তওবা করলেই সে মাফ পেয়ে যাবে কারন কোরানের আল্লাহ পুরুষদের প্রতি সীমাহীন দয়ালু, কিন্তু নারীদের প্রতি কঠিন নির্দয়। আর পুরুষদেরকে এরকমভাবে আল্লাহ মাফ করে দেন বলেই তিনি মহাজ্ঞানী ও মহাবিজ্ঞানীও বটে! এভাবে নারীদের প্রতি এক তরফা কঠিন শাস্তির ব্যবস্থা করে তিনি বলা বাহুল্য নারীদেরকে মহাসম্মান প্রদর্শন করেছেন বৈকি!


তাহলে মুসলিম সমাজ কিভাবে নারীদের দেখবে। এভাবে নারীদের সম্মান না করে বরংচো ধর্মই নারীদের ধর্ষনের বৈধতা দিয়ে দিচ্ছে। ধর্ম বলছে তোমরা পুরুষ তোমরা শক্তিশালি তোমরা ধর্ষন করো।


বাংলাদেশে গড়ে প্রতিদিন ৩ জন করে নারী ধর্ষনের শিকার হয়। যখন আপনি এর উদঘাটন করতে যাবেন মডারেটর গন বলবে নারীর পোষাক ঠিক ছিলোনা। বোরকা বাদে বাইরে বের হলে তো ধর্ষন হবেই। আরে ভাই কে কি পরবে তা ঠিক করে দেওয়ার দ্বাতিয় তো তোমার নেই। কেন তুমি তোমার মগজে ঘিলুর বদলে বির্জ নিয়ে ঘুরো। মেয়ে দেখলে এদেশে ১০০ পেরেরো একজন ইসলামী স্কালারের লালা ঝরে পড়ে তেতুলের মতো মনে হয়। তাহলে বুঝুন সদ্য যৌনবে পা দেওয়া ইসলাম মানা যুবকটা কি করবে। একজন বুড়ার যদি লালা ঝরে যায় ইসলামী নৈতিকতার শিক্ষা নিয়ে তো সদ্য যুবক হাওয়া ছেলেটা ধর্ষনে সুযোগ খুবজেই। না পরে শিশু বাচ্চা বৃদ্ধা মহিলা কিংবা গরু ছাগল পর্যন্ত ধর্ষন করে বসবে।


এবার আসি সামাজিক অবক্ষয় এখানেও ইসলাম বা হাত প্রবেশ করিয়েছে কিন্তু সেটা আর আলোচনা না করে বর্তামন সামাজিকতার কথা বলছি। যেমন কোন মেয়ে ধর্ষণের শিকার হলে আত্যাহত্যা করে তার মান সম্মান চলে যায় অথচ ধর্ষক বুক ফুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় সমাজ তাকে বাহবা দেয়। এই হলো সমাজ সমাজব্যবস্থা। আপনি শুধু ফেসবুকে একটা বিষয় খেয়াল করবেন কোন মেয়ে যদি ছবি ছাড়ে তো সেখানে নোংরা কমেন্টে ভরে ফেলাই। রাস্তায় কোন মেয়ে দেখলে তারে চোখ দিয়ে ধর্ষন করে তাহলে সমাজের নীতি অবক্ষয় হলো নাকি কি হলো। মেয়েদের বোরকা পরতে হবে। বেসি রাতে বাইরে থাকা যাবেনা ইত্যাদির কথা বলা লোক গুলাও এক একটা ধর্ষক। সামাজিক অবক্ষয় রোধে সহিংসতা রোধে প্রযোজন ধর্ষকদের চরম তম শাস্তি যৌন্য শিক্ষার গুরুত্ব এবং ধর্মের ইতরামি বন্ধ তবেই ধর্ষরোধ হবে এবং মূল্যবোধের সৃষ্টি হবে।


লিখেছেন : সজিব হোসেন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ