এই ব্লগটি সন্ধান করুন

ইসলামি নৈতিকতা

 মুসলমানেরা যে পরিমান তাদের নবিরে নিয়ে কুটক্তি করে সেই পরিমান কুটক্তি আর অন্য কেউ করেনা। একই সাথে মুসলমানেরা অন্য ধর্মের যেমন কৃষ্ণ যিশু সহ অনেকের নিয়ে হাঁসি তামসা করে। এই যে এতো কুটক্তি এর জন্য কিন্তু নতুন আইন প্রতিবাদী সভা বা তৌহিদী জনতার মহাসমাবেস দেখা যায় না। কদিন আগেই আজাহারি নবিরে বলেছিল অশিক্ষিত তিনার বৌউ নন র্ভাজিন এতে করে মুসলিমদের অনুভুতিতে আঘাত লাগেনি কারন হাসিদে এসেছে "বুখারি শরিফের এক বর্ণনায় দেখা যায় নবীজি মুসলমান ভাইয়ের দোষত্রুটি গোপনকারীর ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলেছেন, “মুসলমান মুসলমানের ভাই। তার উপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে সোপর্দ করবে না। যে কেউ তার ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদসমূহ দূর করে দেবেন। যে কোনো মুসলমানের দোষ ঢেকে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন।" (সহিহ বুখারি-২৪৪২)


তবে এক্ষেত্রে বের্ধমীদের বেলাই এটা আলাদা। বিষেস করে বাংলাদেশের হিন্দু তথা বির্ধমীদের বেলাই আলাদা। তারা যদি ভুল করেও বলে যে নবি মুহাম্মদের ১৩ বউ ছিল সাথে অসংখ্য দাসী। তিনি তিনার চাচতো ভায়ের বাচ্চা মেয়ে আয়েশাকে বিয়ে করেছিলেন ৬ বছর বয়সে। তবে মুসলমানদের অনুভূতিতে প্রবল আঘাত লেগে যায় শক্ত হয়ে দাড়িয়ে যায় তাদের ঈমান দন্ড ক্ষেপে যায় তৌহিদী জনতা ডাক দেয় ইসলামী খেলাফাতের। মিছিল সমাবেস করে শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য। জুতার মালা পরিয়ে শহর ঘুরিয়ে বেড়ায় ওই কুটক্তিকারির। এবং মোল্লা মুরুব্বিয়ানা যারা তারা সবাই বাহা বাহা দেয়। আর হে এই শিক্ষাই ইসলামের, ইসলাম এমনিই শিক্ষা দেয়। যারা এগুলা সহিহ বলবেনা শিকার করবে না তারা সহিহ মুসলিম না। মুসলিম হাওয়ার জন্য অনেক শিক্ষার এবং ইসলামী নৈতিকতার জানা প্রযোজন এগুলাই হলো ইসলামী নৈতিকতা।


লিখেছেন : সজিব হোসেন


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

মুক্তচিন্তার সাথে হোক আপনার পথ চলা।