এই ব্লগটি সন্ধান করুন

নারী ধর্ম ও সম্মান

 রাষ্ট্র সমাজ পরিবার শিক্ষা সব যদি নারীকে সম্মান দেয় তাহলে নারী প্রতি নির্যাতন নারী ধর্ষন নিপড়নের শিকার হচ্ছে কেন। আসলে কি শিক্ষাটা পরিপূর্ণ হচ্ছে নাকি শিক্ষার নামে নারীকে তার অবস্থানে রেখে পুরুষতান্ত্রিকতার ঝালায় করা হচ্ছে।

আপনি যতই বলেন নারীকে সম্মান করো নারীকে নারী নয় মানুষ ভাবো কাজ হবেনা। কারন প্রত্যেক মসুলমান নারীকে যৌন্যবস্তু বা ভোগের বস্তুই ভাববে। তাহলে এই ভাবনার কারন কি? বহু কারন আছে প্রথমে শুরুর দিক থেকে শুরু করি। ইসলাম ধর্ম মতে মানবজাতির সুচনা হয় আদমের মাধ্যামে। "এবং নিশ্চয় আমরা তোমাদের সৃষ্টি করেছি, অতঃপর তোমাদের আকৃতি প্রদান করেছি অতঃপর আমরা ফেরেশতাদের বলেছি তোমরা আদমকে সেজদা (আনুগত্য) কর। (সূরা আল আরাফ ০৭ : ১২)" এখানে আদমকে সৃষ্টি করার পরে ফেরেস্তাদিগকে বলে হয় আদমকে সেজদা করতে কিন্তু প্রসঙ্গ অন্য। আদমকে মাটি দ্বারা তৈরি করার পরে এবং তার ভিতরে বিবেক বুদ্ধি দেওয়ার পরে আদম একাকি বোধ করছিল। তাই আল্লা আদমের পাজরের (পাছার হাড়) থেকে একটা সুন্দরি নারী তৈরি করলেন তার মনোবাসান একাকিত্ত দুর কারা জন্য। বুঝলেন তো শুরু কোথা থেকে। আর কি পরে যেতে হবে? হবে চলেন যাচ্ছি আগে এখান কার বিষয়টা দেখেনি। বেহেস্তে নারী তথা হাওয়াকে সৃষ্টি করা হয় আদমের সুখ শান্তির জন্য আদমকে খুশি রাখার জন্য। এটা তো গেলো ভোগের কামনা মিটানোর কথা। এবার আসুন দেখি বাংলাদেশে যে প্রতিটা ওযাজ মাহাফিলে নারীদের অবমানানা হেয় করা হয় কোথা থেকে। আদমকে সেজদাহ না করা ইবলিশ(শয়তান) যার নাম ছিলো আজাজিল এবং সে ছিলো বেহেস্ত থেকে বিতাড়িত। সে চাইতো আদমের জন্য সে বেহেস্তে থেকে বিতাড়িত হয়েছে তাই তাকেও বেহেস্ত থেকে বের করতে হবে। আর তার জন্য শয়তান সাহেব আদমের কাম মেটানো সঙ্গি কে টার্গেট করেন। তাদর দ্বারা তাকে গন্ধব ফলের রস খাইয়ে বেহেস্তে থেকে বিতাড়িত করেন। তার মানে নারী কল্ঙকা নারী শয়তানের দুত নারী বেস্যা বলে ওয়াজ করা হুজুররা সামজিক পারিবারি নয় বরং ধর্ম থেকে ধর্মীও প্রতিষ্টান মাদ্রসা থেকে এসব রূপকথার গল্পগুজবের মাধ্যামে শিখেছে। যেখানে যে ধর্মে সূচনা থেকে নারীকে ভোগের পন্য যৌন্য চাহিদা মিটানোর বস্তু এবং তারপর নারীদের শয়তানের দূত বাচ্চা উৎপাদনের মেসিং বলা হয় সেই মতবাদ সেই ধর্ম পালন করা মামুিন মুসলিমরা নৈতিকার শিক্ষা নিয়ে নারীদের সমমর্যাদা দেবে এটা আকাশে চাঁদ হতে পাওয়ার মতো ঘটনা হয়ে গেলোনা।

এটা তো গেলো রূপকথার গল্পের প্রথম পাঠ দ্বিতীয়ত হলো এই ধর্মের একটা গ্রন্ধ আছে যেটাতে নাকি নারীদের বহুত মর্যাদা দেওয়া আছে চলুন দেখে নি কি মর্যাদা দিয়েছে ইসলামে নারীদের

ইবনু উমার হতে বর্নিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম বলেছেন: ছোঁয়াচে ও শুভ-আশুভ বলতে কিছু নেই। অমঙ্গল তিন বস্তুর মধ্যে স্ত্রীলোক, গৃহ ও পশুতে [২০৯৯:মুসলিম ৩৯/৩৪হা: ২২২৫, অহমাদ ৪৫৪৪ আধুনিক প্রকাশনী -৫৩৩৩ ইসলামিক ফাউন্ডেশন- ৫২২৯]


 উসামা ইবনে যায়েদ (রা:) থেকে বর্নিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসল্লাম বলেছেন : আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে অধিক বিপর্যয় আর কিছু রেখে যাবো না। [সহিহ বুখারী ৫০৯৬ মুসলিম ২৮৪০, ২৮৪১ তিরমিযী ২৮৮০ ]

 আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন: একজন পুরুষের অংশ দু'জন নারীর অংশের সমান [সুরা নিসা আয়াত:১১ ]

 দুজন সাক্ষী কর, তোমাদের পুরুষদের মধ্যে থেকে। যদি দু'জন পুরুষ না হয় তবে একজন পুরুষ ও দু'জন মহিলা। [সুরা বাকারা আয়াত: ২৮২]

 তারপর যদি সে স্ত্রীকে(তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যস্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে,তার জন্য হালাল নয়, অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলো তাদের উভায়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লার হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কর্তৃত্ব : নির্ধারিত সীমা; যারা উপলদ্ধি করে তাদের জন্য এসব বর্ননা করা হয়। [ সুরা বাকারা আয়াত: ২৩০]

 আর যদি তোমরা ভয় কর যে, এতীম মেয়েদের হক যথার্থ ভাবে পুরন করতে পারবে না, তবে সেসব মেয়েদের মধ্যে থেকে যাদের ভাল লাগে তাদের বিয়ে করে নাও দুই,তিন কিংবা চারটি পর্যন্ত। আর যদি এরূপ আশাস্কা কর যে, তাদের তাদের মধ্যে ন্যায় সঙ্গত আচরন বজায় রাখতে পারবে না, তবে একটিই অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদেরকে; এতেই পক্ষপাতিত্বে জড়িত না হাওয়ার অধিকতর সম্ভাবনা [সুরা নিসা আয়াত: ৩]

আর নারীদের ওপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে। [সুরা বাকারা আয়াত: ২২৮]



তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে মূর্খতা যুগের অনুরূপ নিজেদের প্রদর্শন করবে না। [সুরা আহজাব আয়াত: ৩৩

আর যাদের (স্ত্রীদের) মধ্যে কোন অবাধ্যতা খুঁজে পাও তাদের সদুপদেশ দাও,তাদের শয্যা ত্যাগ কর এবং প্রহর কর। তবে আর তাদের জন্য অন্য কোন পখ অনুসরন কর না [ সুরা নিসা আয়াত :৩৪]



 তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্য ক্ষেত্র, তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার কর। [সুরা বাকারা আয়াত: ২২৩]



 স্ত্রীকে কেন প্রহর করা হলো সে বিষয়ে শেষ বিচারের দিন তাকে কোন কিছু জিজ্ঞসা করা হবে না। [ আবু দাউদ, বই নং-১১ হাদিস ২১৪১]



 হয়রত আয়শা হতে বর্নিত,তিনি (মুহাম্মদ) আমাকে বুকের ওপর আঘাত করলেন যা আমাকে ব্যাথা দিল। [ সহিহ মুসলিম বই-৪ হাদিস ২১২৭]



মহানবী (সা:) বলেছেন : স্বামী যখন স্ত্রীকে বিছানায় আহবান করে এবং সে না আসায় তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট হয়ে রাত্রি যাপন করে, সে স্ত্রীর প্রতি ফেরেশতাগন ভোর হাওয়া পর্যন্ত লা'নাত করতে থাকে [ সহিহ মুসলিম হাদিস: ৩৪৩৩]


লিখেছেন- সজিব হোসেন 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ