ফেরআউন বা ফিরআউন-এসব একক কোনো ব্যক্তির নাম নয়। যুগ যুগ ধরে প্রাচীন মিসরকে রাজত্ব করা শাসকদের নাম তারা ‘ফারাও’ হিসেবে পরিচিত। প্রাচীন মিসরীয় বিভিন্ন সভ্যতায় তাদের স্থিতি ছিল।
ফেরাউনের নাম শোনোনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বাংলাদেশের কেউ কারো প্রতি জুলম করলে নির্যাতনকারীকে ‘ফেরাউন’র সঙ্গে তুলনা করা হয়। কারো ঔদ্ধত্য প্রকাশ পেলে তাকেও ফেরাউনের কথা বলে সমোদ্ধন করা হয়।
পিরামিডের কারণেও তারা বিখ্যাত। প্রগৈতিহাস সময় কালে ফারাও বা ফেরআউনরা এসব নির্মাণ করেছিল। এখানে সংক্ষেপে ফেরাউনদের পরিচয় তুলে ধরা হলো (ক.) আমালেকা জাতির রাজার খেতাব ছিল ফেরাউন।খ. মিশরের অধিবাসী কিবতীদের রাজার খেতাবও ছিল ফেরাউন।(গ.)মুসা নবীর সময়ের (কিবতীদের শাসক) ফিরাউনের নাম নিয়ে মতভেদ রয়েছে-১. মুসা এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস ও পিথম নগরী নির্মাণ করেন। সে-ই হচ্ছেন দ্বিতীয় রামেসিস।২. কেউ কেউ বলেন মুসা মাদিয়ানে অবস্থানকালে ক্ষমতাসীন ফেরাউনের (অর্থাৎ দ্বিতীয় রামেসিসের) মৃত্যু ঘটে এবং মুসার জীবনের পরবর্তী ঘটনাবলী সংঘটিত হয় দ্বিতীয় রামেসিসের উত্তরাধিকারী মারনেপতাহর রাজত্বকালে।
নিচে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটা সম্ভাবত রামসিসের উত্তরাধিকারী মারনেপতাহর যেটাকে মামি থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যামে Photoshop Surgeon একটা বাস্তবিক রুপ দিয়েছে।
Written by Sajib Hossain.
0 মন্তব্যসমূহ
মুক্তচিন্তার সাথে হোক আপনার পথ চলা।