এই ব্লগটি সন্ধান করুন

গোঁজমিল গ্রান্থে ভুল প্রমানিত

সম্প্রতি দুবাইয়ের এই কৃত্রিম বৃষ্টিপাত আবারো প্রমাণ করল কোরআন ভুল এবং মানুষ রচিত।কোরআনের আয়াত আরো একবার মিথ্যা প্রমাণিত হলো। কোরআনের আয়াতগুলো দেখে নেওয়া যাক।

সূরা আল-ওয়াকিয়াহ (الواقعة), আয়াত: ৬৮

أَفَرَءَيْتُمُ ٱلْمَآءَ ٱلَّذِى تَشْرَبُونَ

অর্থঃ তোমরা যে পানি পান কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?

সূরা আল-ওয়াকিয়াহ (الواقعة), আয়াত: ৬৯

ءَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ ٱلْمُزْنِ أَمْ نَحْنُ ٱلْمُنزِلُونَ

অর্থঃ তোমরা তা মেঘ থেকে নামিয়ে আন, না আমি বর্ষন করি?

সূরা আল-ওয়াকিয়াহ (الواقعة), আয়াত: ৭০

لَوْ نَشَآءُ جَعَلْنَٰهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ

অর্থঃ আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ কর না?

''তোমরা তা মেঘ থেকে নামিয়ে আন, না আমি বর্ষন করি?''

কতো হাস্যকর ব্যাপার!কুরআনের এই আয়াত কিনা ভুল প্রমাণ করলো একটা মুসলিম রাষ্ট্র! 

আরো একটা আয়াত নিচে দিচ্ছি।

সূরা লোক্‌মান (لقمان), আয়াত: ৩৪

إِنَّ ٱللَّهَ عِندَهُۥ عِلْمُ ٱلسَّاعَةِ وَيُنَزِّلُ ٱلْغَيْثَ وَيَعْلَمُ مَا فِى ٱلْأَرْحَامِ وَمَا تَدْرِى نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِى نَفْسٌۢ بِأَىِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ ٱللَّهَ عَلِيمٌ خَبِيرٌۢ

অর্থঃ নিশ্চয় আল্লাহর কাছেই কেয়ামতের জ্ঞান রয়েছে। তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে, তিনি তা জানেন। কেউ জানে না আগামীকল্য সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত।

আল্ট্রাসনোগ্রাম আবিষ্কারের পর এই আয়াতের অর্ধেক ভুল প্রমাণিত হয় সেই ৬৫ বছর আগে।এই কৃত্রিম বৃষ্টি এবার পুরোটাকেই ভুল প্রমাণিত করলো।

Written by Sajib Hossain.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ