এই ব্লগটি সন্ধান করুন

প্রিয় অভি দা

কথা ছিল এক সাথে হব
হাতে থাকবে আলোর মসাল।
দেখাবে দেখবো চিনাবে চিনবো।

এই ভাবে চলে যেতে নেই।
বকুল ফুলটাও গন্ধ দেয়না আর।
প্রিয় অভি দা মনে আছে তোমার
নাকি নিজে মিসে গেছো মহাকাশে

বারবার তোমার হাঁসিটা পিড়া দেয়
কিন্তু তুমি যে বলেছিলে এগিয়ে যেতে।
আমরা কথা রাখতে পারছিনা কিনা জানিনা।
তবুও কলম চলবে মুক্তির জন্য।


হে আলোর দিসারী
হে মহাকাল হে প্রিয়
তুমি জানো মা মাটি এখনো কাঁদে।

শুধু তোমার জন্য।

প্রিয় অভি দা
তোমার কাছ থেকে সব পেয়েছি
কিভাবে ভালোবাসতে হয় মানুষকে
অথচ শুকনেরা হত্যা খেলাই মেতে আছে।

চারিদিকে তোমার শুন্যাতা
মহাকাল জানে আলো জ্বলবে
মহাকাল জানে কলম চলবে
বিশ্বাসের মৃত্যু ঘটা না পর্যন্ত।

তুমি শুবাস দাও বকুল ফুল হয়ে
কলমের কালি হয়ে দাও শক্তি
তুমি আমার অনুপ্রেরণা
তোমার চিন্তা তোমার সৃষ্টি
আমরা থামবোনা আমরা হাঁটবো
তোমার পথে তোমার শক্তিতে।

লিখেছেন : সজিব হোসেন




↑PREVIOUS-নাস্তিকের বাইবেল-THE ATHEISTS BIBLE 

NEXT-রোহিঙ্গা আশীর্বাদ নাকি অভিশাপ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ