সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সাপ্তাহিক ধর্মীয় ব্যাঙানিক প্রশ্ন ২য় পর্ব



শুরু যেহেতু করেইছি আপনাদের অনুপ্রেরণা পেলে হয়তো এখানে সেগুলো যুক্ত হয়েই থাকবে। 



দাঁড়িপাল্লা ধমাধম

সুদি আরবের প্রধান দুইটি তেলের খনিতে ড্রোন অ্যাটাক। সুদির বাফ আমেরিকা আর কাজিন ইসরায়েলের সন্দেহ--এইটা ইরানের কাজ। এখন ধরেন আমেরিকা-ইসরায়েল যদি ইরানের সাথে যুদ্ধ বাধায়, তাহলে বাংলাদেশের মমিনরা সুদি নাকি ইরান--কারে সাপোর্ট দেবে এবং কেন?

Bonggog bihoggo

মুমিনরা কোরান-সুন্নাহবিরোধী কামকাজ করলে ইসলামের কোনো ক্ষতি হয়না,
কিন্তু ইসলাম খারাপ বললে মুমিনগুলি
গালাগালি, সন্ত্রাস করে কেনো?

ইয়াজিদের হাতে মোহাম্মদের নাতী ইমাম হোসেন নির্মমভাবে খুন হওয়া কি শুধুমাত্র আলীর অনুসারী শিয়াদের জন্য শোক, সুন্নি মুসলমান কেন খুশী?
কোরানের আল্লাহর আয়াত সত্য বলে বিশ্বাস করতে বলা হয়, আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে গেলে জঙ্গী-সন্ত্রাসী হিসেবে শাস্তি পেতে হয় কেনো?

পিতৃহীন সন্তানের পরিচয় কি মুসলমানদের জন্য খুবই সম্মানজনক?
"মুহাম্মদ তোমাদের কোন ব্যক্তির পিতা নন; তাঁর স্ত্রীগণ তোমাদের মাতা।"
মোহাম্মদের জন্য কোন্ মুজেজা বিশ্বাসযোগ্য হতো, চার লক্ষ কি. মি. দূরের চাঁদ ভাঙ্গা, নাকি পানিকষ্ট দূর করতে মাটি ফাটিয়ে ঝর্ণা বের করা?



  • শান্ত বাতাস


নাস্তিকতা জানার জন্য কি কি গ্রন্থ আছে?


  • jasim Uddin

প্রত্যেক প্রাণীই অাল্লাহর ইবাদত করে। কিন্তু বেহেশতে কেবল মুমিন মানুষ যাবেন। মুমিন প্রাণীরা যাবেন না কেন?

মুহম্মদের পরে সাঃ না লাগালে মুমিনরা গরম হয়ে যায়। কিন্তু মুমিনরা নিজেদের নামের অাগে যে মুহম্মদ লাগায় তার পরে সাঃ লাগায় না কেন?


  • Adword Rahul

আল্লাহ যদি সর্বশক্তিমান হয় তাহলে তার বান্দাদের জিহাদ করার নির্দেশ দিলো কেনো ? তিনিই তো সব কাফের/মুরতাদ মেরে ফেলতে পারতো ।
যখন এজিদের সৈন্যরা নবীর বংশ ধ্বংস করে দিচ্ছিলো। তখন নবীর বন্ধু আল্লা কি করছিলো ?

গরু যদি হিন্দু'দের মা হয় তাহলে মায়ের গলায় দড়ি বেঁধে রাখে কেনো ?


  • Manunur rahama kazi

আচ্ছা, খোদার আরস নাকি মাঝে মাঝে কেঁপে ওঠে? তো খোদা তার আরস টা এমন ভাবে বানাইল না কেন যাতে না কাঁপে?

একজোড়া আদম হাওয়া থেকে সৃষ্টি হলে কিছু সমস্যা দেখা দেয় যেটা একটা গ্রুপ অব আদম হাওয়া হলে সমস্যার সমাধান হয়ে যায়। আল্লাহ্‌ এত বোকা কেন যে এক গ্রুপ তৈরি না করে এক জোড়া সৃষ্টি করলো?



  • Battletoadrash
ফেলানীর মৃত্যু নিয়ে সোচ্চার বাংলাদেশীরা কেন মধ্যপ্রাচ্য থেকে ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা/লাশ হয়ে ফেরত আসা নারী শ্রমিকদের নিয়ে কোনো উচ্চবাচ্য করে না?


গীতায় বলা হয়েছে যে, “যা হয়েছে তা ভালই হয়েছে, যা হচ্ছে তা ভালই হচ্ছে, যা হবে তাও ভালই হবে।“এটা মেনে নিলে হিন্দুরা কেন পুলিশ, কোর্ট-কাচারী করে?


সালমান রুশদি, তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদের বই না পড়েই মোল্লারা কেন সেগুলো ব্যান করতে চায়?




  • Kapil baiday


নাস্তিকরা শুধু ধর্মের ভুল খুজে কেন? সঠিকটা খুজলে কি তাদের নাস্তিকতা হারিয়ে যাবে?
অরন্য
প্রতিটি মানুষ নিজের চেষ্টা,মেধা-মনন,পরিশ্রম দিয়ে তার কাঙ্খিত লক্ষ্য আর্জন করে কিন্তু লক্ষ্যে পৌছানোর পরই ঈশ্বর কে ধন্যবাদ, ভগবান কে ধন্যবাদ, সৃষ্টিকর্তা কে ধন্যবাদ,,, যে যার ধর্মমতে কতজ্ঞতা প্রকাশ করে বা করে থাকে তাহলে মানুষ এত হাড়ভাঙ্গা খাটুনি বা পরিশ্রম কেন করার কি দরকার বুঝিনা,,,? তার উপরে সব কিছু ছেড়ে দিয়ে বসে থাকলেই তো হয়,,,,!!!




  • Dey dipok kumar


নিকটতম আত্মীয় কে বিয়ে করার বিধান কোরআনে আছে। অথচ বিজ্ঞান বলছে নিকটতম আত্মীয় সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হলে বিকলাঙ্গ ও জেনেটিক রোগের আক্রান্ত শিশু জন্মায়। তাহলে কোরান কিভাবে বিজ্ঞানময় হল?

নামাজ রোজা পালন করলে আল্লাহর কি উপকার হয় ?



  • Rajesh Das


মহরমের তাজিয়া মিছিল নাকি ইসলাম বিরুদ্ধ! তাহলে ইসলাম বিরোধী এমন কার্যকলাপে ইসলাম চুপ কেন?

গোমূত্রে "ধর্ম-বিশ্বাস" ভিটামিন বেশি, নকি উটের মূত্রে "ধর্ম-বিশ্বাস"
নামক ভিটামিন বেশি?


  • ভবঘুরে বাউন্ডল


সুন্নি বলে শিয়া সহীহ মুসলিম না। অন্যদিকে শিয়া বলে সুন্নি সহীহ মুসলিম না।
তারমানে বিষয়টা কি দাঁড়ালো??


  • নীল জোনাকি




আগুনে কুরান পোড়ে না, আবার ফায়ার প্রুফ ক্যাবলেও আগুন লাগে না। তাহলে কি ইহুদী নাসারারা ক্যাবলের ভেতরে কুরানের পৃষ্ঠা ছিঁড়ে ঢুকিয়ে দেয়?


  • নাহিদা আখতার

"বিসমিল্লাহ বলে,গোল মরিচ ভোর বেলায় ফজরের নামাযের সময় চুলার আগুণে ফেলে তারপর নামাজ আদায় করবেন,

তাহলে যাকে আপনি চান, তার মনও গোলমরিচের মত ফড়ফড় করে উঠবে "

প্রিয় ব্যঙ্গানিকেরা, এভাবে কি কারো মন ফড়ফড় করানো কি উচিত?

যদি মহামান্য পাল্লার জন্য এই গোলমরিচ তাবিজ ব্যবহার করতে চাই, তাহলে আরও কি কি করতে পারি আমি?
↑PREVIOUS-কে মুসলমান?কারা মুসলমান নামের ভন্ড?

NEXT-বিজ্ঞানময় কুরাণ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জাতীয়তাবাদ আরেকটি ধর্ম বই

বাংলাদেশীরা ধর্মভীরু। ইসলাম-হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ও জাতীয়তাবাদ নামক ধর্মগুলোর প্রতি বাঙ্গালীর দুর্বলতা নতুন কিছু নয়। আমরা যারা মুক্ত-চেতনাকে প্রয়োজনীয় মনে করি, যুক্তিকে ধর্মের ওপরে স্থান দেই তাদের অনেকেই ধর্মের মতই সামনে আসা অন্যান্য প্রতিটি ধারনা ও প্রস্তাবনাকেই যুক্তি দিয়ে বুঝতে চাই, খতিয়ে দেখতে চাই। বা দদূএকটি রূপ আধ্যাত্মিকতা ও ধর্ম হিসাবে মানুষের দলবদ্ধ সমাজব্যবস্থার দ্বিতীয় বড় চালক হিসাবে আত্মপ্রকাশ করেছে। প্রস্তরযুগে আরো একটি ঘটনা ঘটতে শুরু করেছিল। মানুষেরা নিজেদের গ্রাম বা নগরকে কেন্দ্র করে একটি সামষ্টিক পরিচিতি অনুভব করে শুরু করেছিল। বোধ করি তখন থেকেই মানুষের দলবদ্ধতার তৃতীয় চালক জাতীয়তাবাদের প্রাথমিক যাত্রা শুরু। বর্তমানে সারা দুনিয়ায় জাতীয়তাবাদ নানান চেহারায় দলবদ্ধতার সবচাইতে শক্তিশালী চালক হিসাবে বিদ্যমান। একটি নৃগোষ্ঠী যখন পুঁজিবাদী হতে শুরু করে, যখন সে একটি কেন্দ্রীয় আমলাতন্ত্র গঠন করে তখনই সে একটি জাতিতে পরিণত হয়। ধর্ম ও জাতীয়তাবাদ আমাদের দেশের রাজনীতিতে কাছাকাছি আছে ইতিহাসের শুরু থেকে। মহাভারত থেকে আজকের খালেদা-হাসিনার রাজনীতিতে ধর্ম ও জাতীয়তাবাদ একে অন্যের হাত...

গাজওয়াতুল হিন্দ

গাজওয়াতুল হিন্দকে বর্তমান বাংলাদেশ ভারত ও নেপাল শ্রীলংকার জিহাদীরা তাদের মনে আটকে রেখেছে। এই বিষয়ে নানা মতাভেদ থাকলেও সকল মুসলিম জিহাদীরা মনে করে বা আ শা করে যে ইসলাম সারা পৃথীবিতে এই জিহাদের মাধ্যামে প্রতিষ্টা হবে। তারা এটাকে মর্যাদার্পূণ জিহাদ বলে মনে করে। ইসলামের ভিত্তির অন্যতম হলো জিহাদ। ইসলাম প্রতিষ্ঠাকালীন প্রচুর যুদ্ধ করা এবং হত্যার পরেই মানুষ ভয়ে ইসলামকে গ্রহন করেছে। বর্তমানে বিশ্বের ভায়রাস বলা হয় ইসলামকে। এই ভায়রাস আবার মাথা চাড়া দিয়ে উঠবে গাজওয়াতুল হিন্দকে কেন্দ্র করে। বর্তমানে জিহাদীরা তাদের দলে লোক বেসি করার জন্য অনলাইনে সহ নানা জাগাতে ঠিক এই ভাবে মুসলিমদের উপর প্রশ্ন ছুড়ে দিচ্ছে "গাজওয়াতুল হিন্দ বা ভারতবর্ষের যুদ্ধ সম্পর্কে কি আপনি অবগত? আপনি কি কাফের মুশরিকদের সাথে লড়াই করতে প্রস্তুত?" ইসলামীষ্ট  জিহাদীরা ঠিক এভাবে চাই যে সারা পৃথিবীতে সবচে’ বড় যে ধর্মযুদ্ধ হবে সেটা হবে হিন্দুস্তান তথা ভারতের হিন্দুদের সাথে মুসলমানদের যা সমস্থ জ্ঞানি ইসলামি স্কলার এবং আলেম উলামা জানে। মুসলমানদের জন্য এটা খুব বড়  জিহাদ এবং এই জিহাদের গুরুত্ব অপরিসীম। এই...

বাঙালি এবং লেখকের জীবন

লেখকের বেঁচে থাকার প্রথম শর্ত তার পরিবারের স্বীকৃতি।এখানে স্বীকৃতির অর্থ হচ্ছে-লেখালেখি যে একটি কাজ,অন্য মতোই একটি কাজের, এবং সেই কাজের জন্য মনোযোগ,সময় এবং শ্রম বিনিয়োগ করতে হয়-এই বোধটা তৈরী হওয়া।লেখালেখিকে মহাগুরুত্বপূর্ণ কাজ হিসাবে নাই বা ধরা হলো। কিন্তু এটি যে একটি কাজ,এই স্বীকৃতিটা পরিবার থেকে আসা খুব প্রয়োজন। আমাদের দেশের বেশিরভাগ প্রতিশ্রুতি বান লেখক শেষ পর্যন্ত যে লেখক হয়ে উঠতে পারে না,লেখক জীবন যাপন করতে পারেন না,লেখালেখির জগত থেকে তাদের যে অকাল বিদায় নিতে হয়,তার সবচেয়ে বড় কারণ এটাই।লেখালেখিকে পারিবারিক ভাবে স্বীকৃতি না দেওয়া।দেশের অন্য সব মানুষদের মতোই বেশির ভাগ পরিবারে লেখালেখি একটি নেহাৎ ই শখের জিনিস।তারুণ্য বা অংকুরোদ্গমী যৌবনে যৌনতার চুলকানিরও পেয়ে বসে আমাদের দেশের মানুষদের।তখন তাদের লেখাকে বাবাহা দেয় বাড়ির ভাবীরা,কাকা-জ্যাঠারা,সহপাঠীরা,বা তার কোন প্রেমিক-প্রেমিকাও।কখনো কখনো এমনকি বাবা মাও।তারা সকলেই অবচেতনে,এবং নিজের অভিজ্ঞতা থেকে জানে যে,এই চুলকানি বেশিদিন থাকবে না।কিন্তু যার ক্ষেত্রে থেকে যায়,অর্থাৎ যে বুঝে যায় যে লেখক হওয়াটাই তার ভবিতব্য,সমস্যাটা তার ক্ষ...