ঠিক এক বছর আগে আজকের এই দিনে সারা ভারতবর্ষ মেতেছিল রামধনুর হোলিতে। সুপ্রিমকোর্ট রায় দিয়েছিল সমকামিতার পক্ষে।ভালোবাসা কোন অপরাধ নয়
কলকাতায় এই দিনে হয়ে যায় সমকামী, রূপান্তরকামীদের একদিনের এক কার্নিভাল৷ উৎসবের পাশাপাশি কিছু জরুরি গন্তব্যেরও খোঁজ দিলো এই মেলা৷
আজ থেকে দশ বছর আগেও বোধহয় ভাবা যেতো না যে, প্রকাশ্য কোনও জায়গায় মঞ্চ বেঁধে, মেলা বসিয়ে নিজেদের মতো করে একটা দিন পালন করছেন সমকামী, রূপান্তরকামীরা৷ এবং সমকামকে অপরাধ হিসেবেই দেখার আইন যতদিন বলবৎ থাকবে, ততদিন ওঁরা ঘরের মধ্যে লুকিয়েই থাকবেন, এমনটাই বরং স্বাভাবিক ছিল৷ সেখানে কলকাতার মুক্ত, উদার সংস্কৃতিরই বাহবা প্রাপ্য যে, এই প্রান্তিক সম্প্রদায়ের জন্যে কিছুটা খোলা প্রান্তর, খানিকটা খোলা আকাশ ছেড়ে দেওয়া গেল৷
লিখেছেন-অনুপমা সরকার
↑PREVIOUS-রোহিঙ্গা বাংলাদেশের আরো একটি সমস্যা
NEXT-জান্নাতরুহি মায়ার কবিতাগুচ্ছ
2 মন্তব্যসমূহ
সমকামিতা কখনো ভালো একটা বিষয় নয়। এটি একটা বিক্রিত বিষয়।ইসলামে এটাকে নাজায়েজ করা হয়েছ।
উত্তরমুছুনআল্লা আপনাদের হেদয়েত দান করুক।
এমনকি বিজ্ঞানও বলে সমকামী কোন স্বাভাবিক মানুষের কাজ নয়।
সমকামিতা কি এবং কেন?সমকামিতা আসলেই একটি স্বাভাবিক বিষয় বা অস্বাভাবিক বিষয় কিনা এটা জানতে অভিজিৎ রায়ের সমকামিতা বইটা পড়ে দেখতে পারেন।
উত্তরমুছুনআরোএকটি বিষয় ইসলামে কোন বিষয়টা হারাম কোন বিষয়টা হালাল এরকম নিয়ম নীতি মেনে চলেন বা চলতে হয় তাহলে মানুষের আজকের এই পর্যায়ে আসতে হতো না।
মানুষ পিছিয়ে পড়তো অন্যন্য প্রাণীদের মতো।ইসলাম জাস্ট একটা অসভ্য ধর্ম বর্বর মানসিকতার।
মুক্তচিন্তার সাথে হোক আপনার পথ চলা।