বিসমিল্লাহির রাহমানির রাহিম!
ভালোবাসা একটা ভালো ভাবনা।
ভালোবাসাকে পেতে চাওয়া একটা সরল ইচ্ছা।
কিন্তু ভালোবাসা পাওয়ার লোভে,
যেকোন ভাবে নিচে নেমে যাওয়া।
এইটা অমানবিক।
কেননা ভালোবাসা দিয়ে যুদ্ধ জেতা যেতে পারে।
কিন্তু যুদ্ধ দিয়ে ভালোবাসা না!
২।হামলা হচ্ছে ভোলায় আর উনারা মন্দির পাহারা দেন হাটহাজারীতে।
সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ।
এদিকে নাস্তিক ব্লগারদের দাবী এই ছবিটা পুরোনো তিনারা আসলে সমাবেশ করার জন্য লাইন ধরেছেন হাতে হাত মিলিয়ে।
বিষয়টা হলো এরা অবিশ্বাসী বলদ এরা তো এরকম কইবোই তাতে কি?
দেশ তো আমাদের সবার তাই না?
৩।প্রিয়া সাহার ফাঁসি চাই!
কিন্তু মুসলমান আল্লা নবীরে সু...দে সুয়েজ খাল বানায়ে দিলেও কোন সমস্যা নেই।
বিষয়টা আপনারা আসলে বুঝেননি একটু বুঝিয়ে দেই।
বাপের ইয়েতে যদি পুত্রগন ইয়ে করে, বাপ কি আর সেই পুত্রদের কিছু কইতে পারেন?
সব দোষ তো ওই সালা মালাউন দের।
৪।দাবীটা যেন কার ছিলো?
ছয় দফা দাবী দিয়ে বাঙালীর ইয়ে রক্ষা করেছিলেন সেই মহান স্যারের নামটা যদি কেউ কইতেন।
আরেকটা দফা আছিল ১৩ দফা সেই দফাও আমাদের সরকার স্যারেরা মেনে নিয়েছিলেন।
আমি ভাবতেছি কি যেন জনতা এরা যদি আবার দাবী করে বসে একদফা দাবী মানতে হবে মেনে নাও!
আমদের সরকার স্যারেরা তখন কি করবেন?
আশা রাখি তিনারা মেনে নেবেন।
৫।ফেসবুকের সমস্যা নাকি আমার সমস্যা সেই বিষয়টা ঠিক বুঝতেছি না।
আমি লিখতেছি "স" ফেসবুক বুঝতেছে "চ"।
সেই কবে থেকে ফেসবুকে চ-বর্গীয় শব্দ লেখা বাদ দিয়েছি সেটা একমাত্র তিনিই জানেন।
৬।ফেসবুকে একটা পোস্ট বারবার নিউজ ফিডে আসছে।
ব্যানে থাকার জন্য সেই পোস্টে কোন রিয়াকশন দেয় হয়নি।
পোস্টটা নিম্নরূপ।
বিশ্বের শীর্ষ ১০ জন সন্ত্রাসীর নাম।
(ক)আয়মান আল জাওয়াহিরি।
(খ) নাসির আলউয়াশি। (ইয়েমেন)
(গ) ইব্রাহিম আল আসিরি। ( সৌদি)
(ঘ) আহমেদ আবদি গৌড়নে। (সোমালিয়া)
(ঙ) মোকতার বেল মোকতার। ( আলজেরিয়া)
(চ) আবু মোহাম্মদ আল জুলানি।
(ছ) আবু বক্কর আল বাগদাদী। ( ইরাক)
(জ) সিরাজ উদ্দিন হক্কানি। ( আফগান)
(ঝ) আবু বক্কর সেকু। ( নাইজেরিয়া)
(ঞ) দোকু উমারুব ( চেচনিয়া)
পিনাকী স্যার তো নাম দেখেই আন্দাজ করতে পারেন কে কোন সম্প্রদায়ের।
আমি কিছুই কইলেই তো আবার কইবেন বিদ্বেষ করতেছি।
৭।আমাদের একজন স্যার আছেন।
স্যারের নামটা না কই।
নাম কইলে কি সমস্যা?
সমস্যা তেমন কিছু না স্যাররে ট্রল করলে স্যার আনফ্রেন্ড করেন।
নাম কইলে বলগ করতে পারেন।
তবে মজার ঘটনা হলো আমাদের এই স্যার আরেক স্যাররে নিয়া কেউ ট্রল করলে স্যার সেখানে লাভ রিয়াকশন দেন।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আমাদের সেই মহান স্যার এখন পর্বতে আহরণ করতেছেন।
৭।আমাদের আশেপাশের সব মানুষ গুলো মানবতাবাদী হয়ে উঠতেছেন।
বিষয়টা খুসিই হয়েছি।
মানবতা তাদের এতটাই জেগে উঠেছে তিনারা প্রতিবাদ করতেছেন।
এই ভাবে পুলিশ স্যারদের নির্বিচারে মানুষ হত্যা করাটা ঠিক নয়।
তেনারা আবার মাদক দমনের নামে ক্রসফায়ারে মানুষ মেরে ফেলার তিব্র সমালোচনা থুক্কু সমর্থন করেন।
আমাদের এক বিজিবি স্যার তো কইলেন আমাদের শরীরে কোন মদ-মাদক কিছু নেই।
থুক্কু কয়েকদিন আগেই এক সরকার স্যার টিভির লাইভ অনুষ্ঠানে কি যেন টানিতেছিলেন?
তাড়াতাড়ি করে টিভি বন্ধ করে স্যরি লাইভ ব্রডকাস্টিং অফ হয়ে গেছে।
৮।এতক্ষণ তো শিরোনাম আর কি সব আবোল-তাবল বকলাম।
সন্ধ্যায় একজন বিদায় নেয়ার সময় কইলো আজকে চিইইইল হবে!
কইলাম কেনু?
Got a concert to attend on!
কইলাম তাহলে কনসার্ট এর ভিডিও রেকর্ডিং আনিয়েন।
তিনি কইলেন ইউ লুকস লাইক দ্যাট।
ধুর বাংলায় বলি,আপনি ৫০ কিন্তু আপনার মনের বয়স ২০!
এতদিন জানতাম বয়স আমার সেই ১৭ তে আটকে আছে তবু ভালো তিনি তিন বছর বাড়ায়ে দিয়েছে।
"তবে আর যাই হোক তিনি যা করেন ভালোর জন্যই তো করেন;
কার কথা কইতেছি?
কোন এক ফাকের কথা কইতেছি অবশ্য।
এই ফাক আপনাদের বাড়ির সেই ফাক নয় কিন্তু।
আলহামদুলিল্লাহ....
লিখেছেনঃ-শহীদুজ্জামান সরকার
↑PREVIOUS-ধর্ম বিষয়ে আমার প্রশ্ন গুলো তৃতীয় পর্বভালোবাসা একটা ভালো ভাবনা।
ভালোবাসাকে পেতে চাওয়া একটা সরল ইচ্ছা।
কিন্তু ভালোবাসা পাওয়ার লোভে,
যেকোন ভাবে নিচে নেমে যাওয়া।
এইটা অমানবিক।
কেননা ভালোবাসা দিয়ে যুদ্ধ জেতা যেতে পারে।
কিন্তু যুদ্ধ দিয়ে ভালোবাসা না!
২।হামলা হচ্ছে ভোলায় আর উনারা মন্দির পাহারা দেন হাটহাজারীতে।
সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ।
এদিকে নাস্তিক ব্লগারদের দাবী এই ছবিটা পুরোনো তিনারা আসলে সমাবেশ করার জন্য লাইন ধরেছেন হাতে হাত মিলিয়ে।
বিষয়টা হলো এরা অবিশ্বাসী বলদ এরা তো এরকম কইবোই তাতে কি?
দেশ তো আমাদের সবার তাই না?
৩।প্রিয়া সাহার ফাঁসি চাই!
কিন্তু মুসলমান আল্লা নবীরে সু...দে সুয়েজ খাল বানায়ে দিলেও কোন সমস্যা নেই।
বিষয়টা আপনারা আসলে বুঝেননি একটু বুঝিয়ে দেই।
বাপের ইয়েতে যদি পুত্রগন ইয়ে করে, বাপ কি আর সেই পুত্রদের কিছু কইতে পারেন?
সব দোষ তো ওই সালা মালাউন দের।
৪।দাবীটা যেন কার ছিলো?
ছয় দফা দাবী দিয়ে বাঙালীর ইয়ে রক্ষা করেছিলেন সেই মহান স্যারের নামটা যদি কেউ কইতেন।
আরেকটা দফা আছিল ১৩ দফা সেই দফাও আমাদের সরকার স্যারেরা মেনে নিয়েছিলেন।
আমি ভাবতেছি কি যেন জনতা এরা যদি আবার দাবী করে বসে একদফা দাবী মানতে হবে মেনে নাও!
আমদের সরকার স্যারেরা তখন কি করবেন?
আশা রাখি তিনারা মেনে নেবেন।
৫।ফেসবুকের সমস্যা নাকি আমার সমস্যা সেই বিষয়টা ঠিক বুঝতেছি না।
আমি লিখতেছি "স" ফেসবুক বুঝতেছে "চ"।
সেই কবে থেকে ফেসবুকে চ-বর্গীয় শব্দ লেখা বাদ দিয়েছি সেটা একমাত্র তিনিই জানেন।
৬।ফেসবুকে একটা পোস্ট বারবার নিউজ ফিডে আসছে।
ব্যানে থাকার জন্য সেই পোস্টে কোন রিয়াকশন দেয় হয়নি।
পোস্টটা নিম্নরূপ।
বিশ্বের শীর্ষ ১০ জন সন্ত্রাসীর নাম।
(ক)আয়মান আল জাওয়াহিরি।
(খ) নাসির আলউয়াশি। (ইয়েমেন)
(গ) ইব্রাহিম আল আসিরি। ( সৌদি)
(ঘ) আহমেদ আবদি গৌড়নে। (সোমালিয়া)
(ঙ) মোকতার বেল মোকতার। ( আলজেরিয়া)
(চ) আবু মোহাম্মদ আল জুলানি।
(ছ) আবু বক্কর আল বাগদাদী। ( ইরাক)
(জ) সিরাজ উদ্দিন হক্কানি। ( আফগান)
(ঝ) আবু বক্কর সেকু। ( নাইজেরিয়া)
(ঞ) দোকু উমারুব ( চেচনিয়া)
পিনাকী স্যার তো নাম দেখেই আন্দাজ করতে পারেন কে কোন সম্প্রদায়ের।
আমি কিছুই কইলেই তো আবার কইবেন বিদ্বেষ করতেছি।
৭।আমাদের একজন স্যার আছেন।
স্যারের নামটা না কই।
নাম কইলে কি সমস্যা?
সমস্যা তেমন কিছু না স্যাররে ট্রল করলে স্যার আনফ্রেন্ড করেন।
নাম কইলে বলগ করতে পারেন।
তবে মজার ঘটনা হলো আমাদের এই স্যার আরেক স্যাররে নিয়া কেউ ট্রল করলে স্যার সেখানে লাভ রিয়াকশন দেন।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আমাদের সেই মহান স্যার এখন পর্বতে আহরণ করতেছেন।
৭।আমাদের আশেপাশের সব মানুষ গুলো মানবতাবাদী হয়ে উঠতেছেন।
বিষয়টা খুসিই হয়েছি।
মানবতা তাদের এতটাই জেগে উঠেছে তিনারা প্রতিবাদ করতেছেন।
এই ভাবে পুলিশ স্যারদের নির্বিচারে মানুষ হত্যা করাটা ঠিক নয়।
তেনারা আবার মাদক দমনের নামে ক্রসফায়ারে মানুষ মেরে ফেলার তিব্র সমালোচনা থুক্কু সমর্থন করেন।
আমাদের এক বিজিবি স্যার তো কইলেন আমাদের শরীরে কোন মদ-মাদক কিছু নেই।
থুক্কু কয়েকদিন আগেই এক সরকার স্যার টিভির লাইভ অনুষ্ঠানে কি যেন টানিতেছিলেন?
তাড়াতাড়ি করে টিভি বন্ধ করে স্যরি লাইভ ব্রডকাস্টিং অফ হয়ে গেছে।
৮।এতক্ষণ তো শিরোনাম আর কি সব আবোল-তাবল বকলাম।
সন্ধ্যায় একজন বিদায় নেয়ার সময় কইলো আজকে চিইইইল হবে!
কইলাম কেনু?
Got a concert to attend on!
কইলাম তাহলে কনসার্ট এর ভিডিও রেকর্ডিং আনিয়েন।
তিনি কইলেন ইউ লুকস লাইক দ্যাট।
ধুর বাংলায় বলি,আপনি ৫০ কিন্তু আপনার মনের বয়স ২০!
এতদিন জানতাম বয়স আমার সেই ১৭ তে আটকে আছে তবু ভালো তিনি তিন বছর বাড়ায়ে দিয়েছে।
"তবে আর যাই হোক তিনি যা করেন ভালোর জন্যই তো করেন;
কার কথা কইতেছি?
কোন এক ফাকের কথা কইতেছি অবশ্য।
এই ফাক আপনাদের বাড়ির সেই ফাক নয় কিন্তু।
আলহামদুলিল্লাহ....
লিখেছেনঃ-শহীদুজ্জামান সরকার
Next-ইসলামে বর্বরতা এবং অনুভূতি
0 মন্তব্যসমূহ
মুক্তচিন্তার সাথে হোক আপনার পথ চলা।